বর্তমানে ডিজিটাল মার্কেটিং পেশা একটি ডিমান্ডবল পেশা,ডিজিটাল মার্কেটিং এর অনেক ক্যটাগারি আছে,তার ভিতর এফেলিয়েট ও সিপিএ মার্কেটিং এটা খুব জনপ্রিয় মার্কেটিং মেথড।অনেক প্রতিষ্টান ,অনেক লার্নিং ওয়েবসাইট ফুল ডিজিটাল মার্কেটিং,এফেলিয়েট মার্কেটিং,সিপিএ মার্কেটিং এর কোর্স করিয়ে থাকে।সেটা বাংলা ভাষাতে ,ইংরেজি ওয়েবসাইটে ইংরেজিতে।প্রতিষ্টানভেদে ৫,১০,১৫হাজার ফি নিয়ে থাকে।বাংলাদেশের ইন্টারনেট মার্কেটার,এফেলিয়েট মার্কেটার,এন্টারপেনার লাজুক হাসান তিনি তার ওয়েবসাইটে এফেলিয়েট মার্কেটিং এর কোর্স পাবলিশ করেছেন,লাজুক হাসান ,বাংলাদেশ ও ইন্টারন্যশনালি ইন্টারনেট মার্কেটিং একজন পরিচিত অভিজ্ঞ মুখ,১২বছর তিনি অনলাইন এই সেক্টরে আছেন,শুরুতে তিনি বাংলাদেশি লোকাল কোম্পানি ইউনিলিভারের আইটি বিভাগে জব করেছে্ন,এরপর ফ্রিলান্স মার্কেটপ্লেসে আপওয়ার্কে ফ্রিলান্সিং করেছেন ২বছর,এরপর ইউকের এক ক্লায়ন্টের আইটি এজেন্সিতে জব করেছেন।এরপর তিনি নিজের এজেন্সি লাঞ্চ করেন,এফেলিয়েট ,সিপিএ মার্কেটিং বিজনেসে ইনভলব হন,তার বাংলাদেশে ম্যবসআইটি ,বিএমআইটি এই আইটি প্রতিষ্টান তার,বর্তমান দেশে লাজুক কর্পারেশন প্রতিষ্টান আছে,ইউকে তে তার আইটি এজেন্সি আছে,তার আইটি কোম্পানিতে তার ভার্চুয়াল বিভিন্ন ওয়ার্কার আছে,ইউডেমিতে তার ইংরেজি কোর্স আছে,তার ইউটিউব চ্যনেল আছে,তার প্রধান আয় এফেলিয়েট মার্কেটিং,এজেন্সি বিজনেস,এছাড়াও অফলাইনেও তার কিছু ব্যবসা আছে,১০০টির উপর তার ওয়েবসাইট আছে,তিনি একাধারে বিভিন্ন এফেলিয়েট মার্কেটপ্লেসে এফেলিয়েট মার্কেটার ও ভেন্ডর।বাংলাদেশে ইন্টারনেট মার্কেটিং সেক্টরে তাকে চিনে না,খুব কম ব্যক্তি আছে।যাহোক তার ওয়েবসাইটে গেলে এফেলিয়েট মার্কেটিং প্রথম ফান্ডামেন্টাল ৮৯টি ভিডিও লেকচার একদম ফ্রি তে দেখার সুযোগ আছে।এরপর যদি কারো এই ভিডিও দেখে ভাল লাগে সে এর পরের পার্ট অল্প কিছু পে করে এনরোল করতে পারে,এরপরের পার্ট এডভান্স ফানেল ২হাজার টাকা প্রাইস,তারপরের পার্ট ট্রাফিক সিক্রেট ২হাজার টাকা,এরপরের পার্ট ইনকাম চ্যলেঞ্জ ১হাজার টাকা,এটা বেশ মজার,এই চ্যলেঞ্জের মানে হচ্ছে এটা এনরোল করার পর ৩মাসের ভিতর যেকোন এফেলিয়েট,সিপিএ মার্কেটপ্লেস থেকে ১০০ডলার আয় করলে,ইন্সট্রাকটর লাজুক হাসান মোটিভেশনের জন্য গিফট হিসেবে ১০০ডলার দেবে।এছাড়া আরেকটা অফার হচ্ছে ভিআইপি মেম্বারশিপ,এটার প্রাইস ৯৯৯৯টাকা,এটার সুবিধা হচ্ছে এটার মাধ্যমে লাজুক হাসানের বর্তমান ম্যবসআইটিতে যে কোর্স আছে,সামনে যে কোর্স পাবলিশ হবে সব কোর্সের লাইফটাইম এক্সেস পাওয়া যাবে।ম্যবসআইটিতে বর্তমানে সিপিএ কোর্স,ব্লগিং কোর্স,ইউটিউবিং কোর্স,ফেসবুক মার্কেটিং কোর্স,সেলস ফানেল কোর্স,পুশ নটিফিকেশন কোর্স,রেভিনিউ শেয়ার কোর্স এরকম বেশ কয়টা পেইড কোর্স আছে।



নোট কোর্সে যেভাবে জয়েন হবেন,উপরে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করুন।এরপর একটি সাইন আপ পেজে নিয়ে যাবে,সেখানে নাম,ইমেইল,ফোন নাম্বার দিয়ে সাইন আপ করুন,ইমেইলে ভেরিফিকেশন দিলে সেটা এক্টিভ করুন,ফোনে অটিপি দিলে সেটা দিয়ে একটিভ করুন,এরপর লগ ইন করে উপরে শুরু করছি এটা ক্লিক করে ফান্ডামেন্টাল আনলক করুন।


সতর্কতা এই কোর্সে ইনকাম গ্যরান্টি দেয়া হয় না,তবে আপনি যদি ইন্সট্রাকটর লাজুক ভাই এর স্ট্যটেজি ফলো করে মার্কেটিং করেন তবে আশা করা যায় আপনি ভাল রেজাল্ট পাবেন।আর লাজুক ভাই এর মার্কেটিং স্ট্যটেজি পেইড ট্রাফিক নিয়ে কাজ করা, সেলস ফানেল করার তিনি মাস্টার,তিনি ইমেইল ফলোয়াপ এর মাধ্যমে মার্কেটিং করেন।তিনি এসিও এর ক্ষেত্রে মাস্টার না,যদি শুধু এসিও নিয়ে কাজ করতে চান,তবে তার কোর্স আপনার জন্য ভাল হবে না।আবার যদি ফ্রি ট্রাফিক নিয়ে কাজে বেশি আগ্রহি হন,তবে তার কোর্স আপনার জন্য খুব ভাল না।


Comments

Popular Posts