এমএসবি একাডেমি এটা হচ্ছে বাংলাভাষার সেরা অনলাইন কোর্সের প্লাটফর্ম,এখানে যেসব কোর্স রয়েছে ফাইভার সাকসেস কোর্স,জাভাস্ক্রিপ্ট বুটক্যম্প,ইথিক্যল হ্যকিং,এন্ড্রোয়েড এপ ডেভলপিং,মোবাইল এপ মার্কেটিং,আমাজান কিন্ডল বুক পাবলিশ,মার্চ বাই আমাজান টিশার্ট ডিজাইন,ওয়ার্ডপ্রেস প্লাগিন ও থিম কাস্টমাইজ,এছাড়া এখানে আরো অনেক কোর্স আছে।এখানে যেকোন কোর্স একবার এনরোল করলে সেটার লাইফটাইম এক্সেস পাওয়া যাবে,তার মানে কোর্সে নতুন আপডেট আসলে সেটার আপডেট টিউটোরিয়াল ভিডিও দেয়া হবে।এছাড়া প্রতি কোর্স ইন্সট্রাকটরের লাইফ টাইম সাপোর্ট পাওয়া যাবে।এছাড়া এখানে বিভিন্ন পেইড টুলসের এক্সেস ফ্রিতে দেয়া হবে।আর এই প্লাটফর্মের প্রধান ট্রেনার ও প্রতিষ্টাতা মাসুক সরকার বাতিস্ততা তিনি গ্লোবালি udemy,skillshare একজন টপ ইন্সট্রাকটর ছিলেন।সেখানে তার ইংরেজি কোর্স বেস্ট সেলিং।মাসুক সরকার udemy,skillshare আমাজান মার্চ বাই টিশার্ট ডিজাইনের কোর্স করিয়ে থাকে।এমেসবি একাডেমিতে মাসুক সরকার আমাজান টিশার্ট ডিজাইন,আমাজান কিন্ডল বুক পাবলিশ এই কোর্স করিয়ে থাকে।এছাড়া এমেসবি একাডেমির অন্য ইন্সট্রাকটরদের প্রত্যকের বিভিন্ন মার্কেটপ্লেসে ৭,৮বছরের কাজের অভিজ্ঞতা আছে,এছাড়া তাদের মার্কেটপ্লেসের বাইরে নিজেদের ওয়েবসাইটে ক্লায়েন্টের হয়ে কাজের অভিজ্ঞতা আছে।এছাড়া ট্রেনার হিসেবেও তাদের অভিজ্ঞতা আছে।এখানে কোর্সে বিভিন্ন হিডেন ট্রিক্স শেখানো হবে।আমাজান টিশার্ট ডিজাইন,আমাজান কিন্ডলে বুক পাবলিশ এটা একটা প্যসিভ আয়ের কাজ,আর প্যসিভ আয়ের জন্য কিভাবে প্রপার ইনভেস্ট করতে হয়,কিভাবে ডিজাইনার না হলে,রায়টার না হলে প্রফেশনাল কাওকে হায়ার করতে হয়,সেটাও শেখানো হবে।আর এখানে ইন্সট্রাকটর দের এপ্রুভ পাওয়ার জন্য তাদের অভিজ্ঞতা দেখা হয়,ইন্টারভিউ নিয়ে এপ্রুভ দেয়া হয়।এখানে যেকোন কোর্স লিঙ্ক থেকে গিয়ে প্রথমে সাইন আপ করে যেকোন কোর্স এনরোল করা যায়।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment